০৩-ডিসেম্বর-২০২৪
০৩-ডিসেম্বর-২০২৪
Logo
চট্রগ্রাম

নজরুল ইসলাম চৌধুরী প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০৩-০২ ১৬:৩৯:৪১
...

নুরুল আমিন, সাতকানিয়া (চট্টগ্রাম) :

চট্টগ্রাম-১৪(চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরীকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী করায় আনন্দ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা।

শুক্রবার(১ই মার্চ) বিকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে আনন্দ মিছিলটি বের হয়ে উপজেলার কেরানিহাট রাস্তারমাথার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় নেতাকর্মীরা সাংসদ নজরুল ইসলাম চৌধুরীকে প্রতিমন্ত্রী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন, কেঁওচিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার মোঃ ইউনুচ, সাধারন সম্পাদক রিপন দাশ সুজন,উপজেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা জান্নাত আরা, সাবেক ছাত্রনেতা মুমিনুল ইসলাম রুবেল, হারুনুর রশিদ মানিক, শফিউল আলম সোহেল, সাহাবুদ্দিন, নুরুচ্ছফা, আরিফ মুন্না, তৌহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, হেলাল, জাহাঙ্গীর, লতিফ, সাকিব, পিবলু, ইউপি সদস্য তালেব , সনাতন , ছাত্রনেতা সোহেল, সাইফুল, কুতুব উদ্দীন, শাহ আলম, তৌহিদুল ইসলাম রাহাত, রাকিবুল ইসলাম কায়সার,আসিফ মোস্তফা,ফোরকান, শাকিল, বোরহান, সানিফ, ইমন প্রমুখ।

উল্ল্যেখ্য, প্রহেলা মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন এক প্রজ্ঞাপনে নজরুল ইসলাম চৌধুরী প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।