০৩-ডিসেম্বর-২০২৪
০৩-ডিসেম্বর-২০২৪
Logo
চট্রগ্রাম

পদুয়া রেঞ্জ ও বড়দুয়ারা বিটের ২ একর জায়গা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০১-১৭ ১৭:১৯:০০
...

চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি
পদুয়া বনরেঞ্জ কর্তৃক বাজালিয়া বড়দুয়ারা বিট কাম চেক স্টেশনের আওতাধীন বড়দুয়ারা মৌজার ২০০০ সনের ১৫ হেক্টর আগর বাগানে অভিযান চালিয়ে প্রায় ২ একর অবৈধ দখলকৃত জায়গা উদ্ধার করা হয়েছে।


১৭ই জানুয়ারি বুধবার আনুমানিক সকাল ১০ ঘটিকার সময় দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে এ অভিমানের নেতৃত্ব দেন পদুয়া বনরেঞ্জের কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ। অভিযানকালে বড়দুয়ারা বিট কাম চেক স্টেশন কর্মকর্তা মুস্তাফিজুর রহমান ও পদুয়া রেঞ্জ এবং বড়দুয়ারা বিট কাম চেক স্টেশনের বনকর্মীরা, স্টাফ ও অত্র বিটের ফ্রিম্যন সহ উপস্থিত ছিলেন।


পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ জানান, দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা স্যারের নির্দেশে বাজালিয়া বড়দুয়ারা বিট কাম চেক স্টেশনের আওতাধীন বড়দুয়ারা মৌজার ২০০০ সনের ১৫ হেক্টর আগর বাগানে অভিযান চালিয়ে প্রায় ২ একর অবৈধ দখলকৃত জায়গা উদ্ধার করা হয়েছে। এবং অবৈধ দখলকারীদের বিরুদ্ধে বন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


বড়দুয়ারা বিট কাম চেক স্টেশন কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জানান, দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে পদুয়া বনরেঞ্জের কর্মকর্তা মঞ্জুর মোর্শেদের দিক নির্দেশনায় বড়দুয়ারা মৌজার ২০০০ সনের ১৫ হেক্টর আগর বাগানে অভিযান চালিয়ে প্রায় ২ একর অবৈধ দখলকৃত জায়গা উদ্ধার করা হয়েছে। এবং স্থানীয় লোকজনকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য অনুরোধ করছি। বন রক্ষায় এ অভিযান ব্যাহত থাকবে।