মো.আবুল বাশার নয়ন, বান্দরবান
বাংলাদেশ সেনাবাহিনীর ৬৯পদাতিক বিগ্রেড পাহাড়ে আইন শৃংখলার উন্নয়নে গত দুবছর ধরে প্রশংসায় ভাসছেন। বিশেষ করে কেএনএফ ও জঙ্গি বিরোধী নানা তৎপরতা রোধ করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছেন। পাশাপাশি পাহাড়ে শিক্ষার উন্নয়নেও ভূমিকা রাখছে। বিশেষ করে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এবং প্রাথমিক পর্যায়ে শিক্ষা বৃত্তি, সহায়তা, বই ও শিক্ষা উপকরণ পেয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। সিভিল প্রশাসনের সঙ্গে সেনাবাহিনীর এমন সহযোগিতা দেশের জন্য মঙ্গল বলছেন সংশ্লিষ্টরা।
বর্তমান সরকার পাহাড়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশ সেনাবাহিনী সরকারের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে। বিশেষ করে বান্দরবানের দূর্গম এলাকার শিক্ষা প্রতিষ্ঠান এবং দরিদ্র, অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীদের বিনামূল্যে সহায়তা, বই ও শিক্ষা সামগ্রী প্রদানে ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।
এরই অংশ হিসেবে মঙ্গলবার বান্দরবান সেনা রিজিয়ন ১৮টি প্রাথমিক বিদ্যালয়ের ৫২০জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে। এসময় প্রত্যেক ছাত্রছাত্রীর মাঝে খাতা, কলম, পেনসিল, রাবার, কাটার, পেন্সিল বক্স-, স্কেল-, গল্পের বই, জ্যামিতি বক্স-, স্কুল ব্যাগ, উপহার হিসাবে বিতরণ করা হয়। বড় আয়োজনে উপহার পেয়ে খুশি শিক্ষার্থীরা। এ প্রসঙ্গে বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নান, মেধাবী শিক্ষার্থীদের প্রতি সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁরমতে অন্য শিক্ষার্থীরাও শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে। আর সিভিল প্রশাসনের সঙ্গে সেনাবাহিনীর এমন উদ্যোগ দেশের জন্য মঙ্গল।
এদিকে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বান্দরবান ৬৯ পদাতিক বিগ্রেড কমান্ডার গোলাম মহিউদ্দিন আহমেদ বলেছেন, পার্বত্য এলাকায় সেনাবাহিনী শিক্ষা উপকরণ বিতরণসহ শিক্ষা বিস্তারে সবসময় স্থানীয় জনগোষ্ঠীর পাশে ছিল। এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তিনি মনে করেন, এমন উদ্যোগে শিশুরা পড়ালেখায় মনোযোগী হবে এবং অনুপ্রেরণা নিয়ে ফলাফল অর্জনে আরো বেশি চেষ্টা করবে।
বান্দরবান সেনা রিজিয়নের জিএসও-২ইন্ট মেজর শায়েখ উজ জামান এর
সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লেঃ কর্নেল এএসএম মাহমুদুল হাসান, মেজর রিয়াদ হোসেন, মেজর সরোয়ার জাহান তূর্য, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল মান্নান। এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL