নিজস্ব প্রতিনিধি
মোঃ নুরুচছফা ইসলাম, (লামা) বান্দরবান :
দেশে চলছে শৈতপ্রবাহ ও কনকনে শীত। পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। ৩০০নং আসন বান্দরবানের সংসদ সদস্য টানা ৭ম বারের মত নির্বাচিত এমপি বীর বাহাদুর উশৈসিং পক্ষ থেকে পার্বত্য জেলা বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়ন বিশিষ্ট ব্যবসায়ী আমজনতার চেয়ারম্যান আব্দুল জলিল কোম্পানি সহযোগিতায় ইউনিয়ন শীতার্ত মানুষের মাঝে শীতার্ত অসহায়, দুস্থ, বয়স্ক, নারী-শিশু এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে শতশত শীতবস্ত্র (কম্বল) ও আশা যাওয়া আর্থিক অনুদান বিতরণ করা হয়।
বিতরণ সফরসঙ্গী হিসেবে,ফাইতং পুলিশ ফাঁড়ি ইনচার্জ মফিজুদ্দিন আহমেদ,আব্দুল কাদের, কামাল উদ্দিন মেম্বার, মাওলাওয়াহিদুল ইসলাম,আবুল নছর, মিজানুর রহমান,নুরুল ইসলাম,মনছুর আলম,গিয়াস উদ্দিন,অংবাচি মার্মা,ছরোয়ার আলম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। এরসঙ্গে যুক্ত হয়েছে ঠাণ্ডা বাতাস। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের, বিশেষ করে ফাইতং ইউনিয়ন পাহাড়ির মানুষদের রবিবার (২১জানুয়ারী) সকাল থেকে বিকালবেলা পর্যন্ত ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ড ও গ্রামে আব্দুল জলিল কোম্পানি নিজে গিয়ে এই মানবতা জনগোষ্ঠী, বিভিন্ন হাট-বাজারে ছিন্নমূল মানুষ ও গ্রামে এলাকায় অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করতে দেখা যায়।
অনেক-সময় তাদের গায়ে কম্বল জড়িয়ে দিতে দেখা যায়। শীতার্তদের মধ্যে কম্বল বিতরণের বিষয়ে গরীব-দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দেশের সবচেয়ে শীত প্রধান অঞ্চলে কম্বল বিতরণ করা।
কম্বল বিতরণ বিষয় জানতে চাইলে বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জলিল কোম্পানি বলেন, শীতের তীব্রতা বাড়ার কারণে অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল ও বেদে পল্লীর মানুষগুলো খুব কষ্টে মানবেতর জীবন-যাপন করছে। একটু উষ্ণতার জন্য পার্বত্য বান্দরবানবাসী অভিভাবক জননেতা বীর বাহাদুর পক্ষ থেকে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করি।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL