• ঢাকা
  • ২৭-সেপ্টেম্বর-২০২৩
img

ফেনীতে রংমিস্ত্রির লাশ উদ্ধার

প্রকাশিত : ২০২১-০৩-০৩ ১৪:৫৮:০৮
photo

ফেনীতে এক রংমিস্ত্রির লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ পৌর শ্রমিকলীগ নেতাকে আটক করেছে। আটক মো. আলাউদ্দিন ছাগলনাইয়া পৌর শ্রমিকলীগের সভাপতি। পৌরসভার বাঁশপাড়া গ্রামের গোলাম রব্বানীর ছেলে তিনি।

ছাগলনাইয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার রাতে পৌরসভার বধুয়া কমিউনিটি সেন্টারের সামনে মোহাম্মদ জসিম উদ্দিন (৪২) নামে এই রংমিস্ত্রির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিৎিসক তাকে মৃত ঘোষণা করেন। জসিম পৌরসভার বিরিঞ্চি কদলগাজী রোড এলাকার আবুল হাশেমের ছেলে।

পরিদর্শক মাহবুবুর বলেন, জসিম নিয়মিত মাদক সেবন করতেন বলে স্থানীয়দের ভাষ্য। তার সার্বক্ষণিক সহযোগী ছিলেন শ্রমিকলীগ নেতা আলাউদ্দিন। তাকে জিঙ্গাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানিয়েছেন পরিদর্শক মাহবুবুর রহমান।


© দিন পরিবর্তন

ভারপ্রাপ্ত সম্পাদক: মুস্তাফা কালিমুল্লাহ আল মামুন, প্রকাশক: বাংলাদেশ নিউজ এ্যান্ড এন্টারটেইনমেন্ট লিমিটেড এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং হাউজ, ১ আর.কে.মিশন রোড, ঢাকা হতে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: প্লট নং-৩১৪/এ, রোড-১৮, বক্ল-ই, বসুন্ধরা আ/এ, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ৫৫০৩৬৪৫৬-৭, ৫৫০৩৬৪৫৮ সার্কুলেশন: ০১৮৪৭-৪২১১৫২ বিজ্ঞাপন : ০১৮৪৭-০৯১১৩১, ০১৮৪৭-৪২১১৫৩, ০১৭৩০-৭৯৩৪৭৮।

Email: dinparibarton@gmail.com, Advertisement: dpadvt2021@gmail.com