২১-নভেম্বর-২০২৪
২১-নভেম্বর-২০২৪
Logo
চট্রগ্রাম

বাঁশখালীতে আশা ব্যাংকের শিক্ষা সেবিকা প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিতঃ ২০২৪-০১-০৯ ১৫:৪১:৪৩
...

 দিনপরিবর্তন প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম) :

চট্টগ্রামের বাঁশখালীতে আশা ব্যাংকের উদ্যোগে ত্রৈমাসিক শিক্ষা সেবিকা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারী) সকালে ব্যাংকের কে. বি বাজার শাখার হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক ছিলেন চাম্বল ডেপুটিঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুবাইর জসীম। এসময় ব্যাংকের সিনিয়র আর এম সৈয়দ মোরশেদুল আলম, শাখা ব্যবস্থাপক আবু তাহের ও শিক্ষা সুপারভাইজার মো. হানিফ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে বিভিন্ন এলাকার ১৭ জন শিক্ষা সেবিকা অংশগ্রহণ করেন।

ব্যাংকের সিনিয়র আর এম সৈয়দ মোরশেদুল আলম জানান, আশা ব্যাংকের উদ্যোগে বাঁশখালীর বৈলছড়ি, কাথরিয়া, কালীপুর, সরল ইউনিয়নের ১৫ টি কেন্দ্রে এই শিক্ষা সেবিকা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।