বাঁশখালী (চট্টগ্রাম) :
চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে 'স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার' প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সকালে উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রেহেনা আক্তার কাজমী। উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকতুজ্জামান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে রেহেনা আক্তার কাজমী বলেন, স্থানীয় সরকার বিভাগ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি বিভাগ। এই বিভাগের মাধ্যমে সরকার দেশের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পাদন করছে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL