২১-নভেম্বর-২০২৪
২১-নভেম্বর-২০২৪
Logo
চট্রগ্রাম

সীতাকুণ্ড আইনজীবী কল্যাণ সমিতির শপথ গ্রহন

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০৩-১২ ১৬:৪০:৪৪
...

সীতাকুণ্ড (চট্টগ্রাম) :
চট্টগ্রাম আদালতে সীতাকুণ্ড আইনজীবী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ২টা ৩০ ঘটিকায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এ শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।

সমিতির নবনির্বাচিত সভাপতি মোঃ আবুল হাসান সাহাব উদ্দিনের সভাপতিত্বে সম্পাদক মোঃ নিজাম উদ্দিনের সঞ্চালনায় শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানের বিশেষ অতিথি বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, সহ-সম্পাদক মোহাম্মদ কাশেম কামাল, সমিতির প্রধান উপদেষ্টা জ্যৈষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোঃ জাফর উল্লাহ ভূঁইয়া, অতিরিক্ত পিপি ও প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোঃ খালেদ শাহনেওয়াজ, অতিরিক্ত পিপি ও উপদেষ্টা অ্যাডভোকেট ভবতোষ নাথ এবং উপদেষ্টা অ্যাডভোকেট জহির উদ্দিন মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে গত ৩ মার্চ প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোঃ খালেদ শাহনেওয়াজ এর এনেক্স ভবন-১ এর কার্যালয়ে বিনা প্রতিদ্বদ্ধিতায় বিজয়ীদের নাম আনুষ্ঠানিক ঘোষনার মাধ্যমে ২০২৪-২০২৫ সাল মেয়াদের এ কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হয়।

কমিটি আগামী ২ বছর চট্টগ্রাম জজ আদালতে কর্মরত সীতাকুণ্ডের আইনজীবীদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে। গত ৩ মার্চ প্রধান নির্বাচন কমিশনার মোঃ খালেদ শাহনেওয়াজ ৯টি সম্পাদকীয় ও ১২টি নিবার্হী সদস্যপদ‘সহ মোট ২১টি পদে একক প্রার্থী থাকার বিষয়‘টি জানালে বারের সিনিয়র আইনজীবী ও সমিতির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ জাফর উল্লাহ ভূঁইয়া ঐদিন‘ই বিনা প্রতিদ্বদ্ধিতায় নির্বাচিতদের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করেন। এতে সভাপতি অ্যাডভোকেট মোঃ আবুল হাসান সাহাব উদ্দিন ও সাধারণ স¤পাদক নির্বাচিত হন অ্যাডভোকেট মোহাম্মদ নিজাম উদ্দিন।

কমিটির সহ-সভাপতি আবু হায়দার মোঃ নাছির, সহ-সাধারণ স¤পাদক মহিউদ্দিন হাশেমী, সাংগঠনিক স¤পাদক হুসাইন মুহাম্মদ আশরাফুদ্দীন, অর্থ স¤পাদক- মোহাম্মদ মিজান, সহ-অর্থ স¤পাদক মোহাম্মদ তৌফিক উদ্দিন, সাংস্কৃতিক স¤পাদক তৃপ্তি দত্ত এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক স¤পাদক পদে নির্বাচিত হন মোহাম্মদ নাছির উদ্দিন।

সমিতির নিবার্হী সদস্যগণ যথাক্রমে মোঃ সাইফুল ইসলাম আজাদ, বিক্রম কুমার নাথ, মোহাম্মদ মহিউদ্দীন চৌধুরী, মোঃ সরোয়ার হোসাইন লাভলু (বারের সাবেক নির্বাহী সদস্য), মোহাম্মদ আইনুল কামাল (বারের সাবেক নির্বাহী সদস্য), মোহাম্মদ ফজলে করিম (নিউটন), মোঃ আব্দুল্লাহ আল নোমান, মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী (সাজ্জাদ), কাজী শাহেদ চৌধুরী, মোহাম্মদ আশরাফুর রহমান, আতিকুল মন্নান জামশেদ ও ফয়সাল আহমেদ। চট্টগ্রাম আদালতে কর্মরত সীতাকুণ্ডের বিপুল সংখ্যক আইনজীবী এ সময় উপস্থিত ছিলেন। এদিকে নব নির্বাচিত চৌধুরী এবং সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম।