১০-সেপ্টেম্বর-২০২৪
১০-সেপ্টেম্বর-২০২৪
Logo
বলিউড

মারাত্মক অসুস্থ অমিতাভ বচ্চন, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিতঃ ২০২৪-০৩-১৫ ১৯:২২:৪৩
...

বলিউড শাহেনশাহ খ্যাত অমিতাভ বচ্চনকে মারাত্মক অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি আছেন।

জানা গেছে, অমিতাভ কোনো অনুষ্ঠানে ছিলেন, এমন সময় তিনি বেশ অস্বস্তি অনুভব করতে শুরু করেন। এরপর শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দিলে তাকে হাসপাতালে নেয়া হয়।

ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, ৮১ বছর বয়সী অমিতাভের হার্টে ব্লক রয়েছে। তার আজই অ্যাঞ্জিওপ্লাস্টি করানো হবে। তবে ঘণ্টা খানেক আগে এই মহা তারকা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন। তিনি সেখানে লিখেছেন, চীর কৃতজ্ঞ। এরপর থেকেই সবাই বুঝতে পারেন তিনি অসুস্থ।

গত বছর ভালো কাটলেও ২০২২ সালে অমিতাভকে হাসপাতালে যেতে হয়েছিল। সে বছর তার পায়ের শিরা ছিঁড়ে যাওয়ায় তিনি বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন।