বলিউড স্টার প্রিয়াঙ্কা চোপড়া। তবে তিনি এখন বলিউড কম, হলিউডের স্টার বললে বেশি মানায়। কারণ বলিপাড়ায় সফলতার ঝাণ্ডা উড়িয়ে এখন পুরো দমে কাজ করছেন হলিউডে। সেখানে কিছুদিন আগেই মুক্তি পায় তার সিরিজ সিটাডেল। তবে এবার জানা গেছে নতুন কোন ছবিতে কাজ করবেন তিনি।
শনিবার (২ মার্চ) নিজের ইনস্টাগ্রামের পেজে নতুন ছবি সম্পর্কে জানিয়েছেন দেশিগার্ল খ্যাত এ নায়িকা। জানালেন ছবির নাম দ্য ব্লাফ।
প্রিয়াঙ্কা জানান, ‘এজিবিও’ স্টুডিয়ো এবং ‘অ্যামাজন এমজিএম স্টুডিওর প্রযোজনায় তৈরি হবে এই সিনেমা। ‘দ্য ব্লাফ’ একজন প্রাক্তন নারী জলদস্যুর জীবনের রহস্যময় অতীতের গল্প নিয়ে নির্মিত হবে। প্রাক্তন জলদস্যুর ভূমিকায় দেখা যাবে প্রিয়াঙ্কাকে। এখনও পর্যন্ত খবর তেমনই। তবে কবে থেকে শুটিং শুরু হবে কিংবা কবে নাগাদ মুক্তি পাবে এই ছবি, সেই সংক্রান্ত কোনো তথ্য জানা যায়নি।
গত বছর মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কার হলিউড সিরিজ ‘সিটাডেল’। এই সিরিজে প্রিয়ঙ্কার সঙ্গে দেখা গেছে ‘গেম অফ থ্রোনস’ খ্যাত তারকা রিচার্ড ম্যাডেন।
dp-asif
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL