রূপ পরিবর্তনের ধারাবাহিকতায় কয়েক দশকের রূপান্তরে ডিজিটাল জার্নালিজম হয়ে উঠেছে সাংবাদিকতার প্রধান মাধ্যম। ডিজিটাল জার্নালিজমের আদ্যোপান্ত বাক্সবন্দি করে এক কোর্সে সব নিয়ে হাজির হয়েছে বাংলাদেশে প্রথম মিডিয়া ভিত্তিক ই-লার্নিং 'সময়ের স্কুল'।
সময়ের স্কুলের ডিজিটাল জার্নালিজমের কোর্সটি নিয়েছেন দেশের প্রখ্যাত সাংবাদিক সময় অনলাইনের সম্পাদক মাহফুজুর রহমান
বাংলাদেশে সাংবাদিকতা ও মিডিয়া লার্নিং সংক্রান্ত প্রথম অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা করেছে সময়ের স্কুল। এই প্ল্যাটফর্মের মাধ্যমে মিডিয়ায় কাজ করতে ইচ্ছুক; হোক সেটা সাংবাদিকতা কিংবা সিনেমা সংক্রান্ত শিক্ষা, যেকেউ নিজেকে শুরু থেকে প্রস্তুত করতে পারবেন।
সময়ের স্কুলের যুগপোযোগী এবং গুরুত্বপূর্ণ কোর্সগুলোর মধ্যে অন্যতম ডিজিটাল জার্নালিজম। মূলত সাংবাদিকতার নতুন এ ধারার সঙ্গে পরিচিতি পর্ব থেকে দক্ষতা অর্জন সবকিছু মিলবে এ কোর্সে।
ডিজিটাল জার্নালিজমের কোর্সটি সম্পর্কে মাহফুজুর রহমান বলেন, সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ পেশা। এ পেশার সামাজিক দায়িত্ব অনেক। প্রযুক্তিগত উৎকর্ষের সাথে সাংবাদিকতায় একটা অভাবনীয় পরিবর্তন এসেছে। সুতরাং মান বজায় রেখে সাংবাদিকতা করার জন্য সবার একটা বড় ধরনের প্রস্তুতির প্রয়োজন আছে। এ কাজটা সহজ মনে হলেও এর একটা প্রস্তুতি ও নির্দেশনার প্রয়োজন আছে। এ বিষয়গুলোকে সামনে রেখে সময় স্কুল ডিজিটাল জার্নালিজম কোর্স চালু করেছে।
মূলত কাদের জন্য এ কোর্স এমন প্রসঙ্গে মাহফুজ বলেন, যারা সাংবাদিকতাকে পেশা হিসেবে নিতে আগ্রহী কিংবা অনেকেই যারা সাংবাদিকতা করছেন কিন্তু সাংবাদিকতার মৌলিক বিষয়াবলি সম্পর্কে ধারণা কম, তাদেরকে দক্ষ সাংবাদিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এ কোর্সটি গুরুত্বপূর্ণ।
প্রথাগত ও আধুনিক সাংবাদিকতার দিকগুলো এক করে এ কোর্স সাজানো হয়েছে। সাংবাদিকতার সামাজিক দায়িত্ব, তথ্য ও সংবাদের পার্থক্য, শিরোনাম লেখার কৌশল, সংবাদের প্রকারভেদ, সংবাদ সম্মেলন কাভারের নিয়মকানুন, সাক্ষাৎকার নেয়ার কৌশল, সংবাদ কাঠামো এবং প্রেস বিজ্ঞপ্তি, হ্যান্ডআউট ও প্রেসনোটের পার্থক্য ইত্যাদি বিষয়ে কোর্সটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে বলে জানান মাহফুজুর রহমান।
ডিজিটাল সাংবাদিকতার দুনিয়ায় ইতোমধ্যে যারা বিচরণ করছেন এবং যারা এ খাতে নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার কথা ভাবছেন তাদের উদ্দেশ্যে মাহফুজ বলেন, যেকোনো কাজ জেনে-শুনে করা আর না জেনে করার মধ্যে একটা বড় রকমের পার্থক্য আছে। সময়ের স্কুল বাংলাদেশের সাংবাদিকতা শিল্পে দক্ষ কর্মী বাহিনী গড়ে তোলার ক্ষেত্রে একটা কার্যকর ভূমিকা রাখতে চায়। সেদিক থেকে এই ডিজিটাল জার্নালিজম কোর্সের গুরুত্ব সীমাহীন।
মোট ১৬টি মডিউল, ১৭টি ভিডিও, ৭টি টেস্ট ও ৬টি নোট নিয়ে সাজানো হয়েছে কোর্সটি।
বর্তমানে প্রতিটি প্রতিটি কোর্সের মতো এ কোর্সটিতেও চলছে ১০% ডিসকাউন্ট। যে কেউ চাইলেই সাইনআপের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করে SOMOY অথবা SCHOOL প্রমো কোড ব্যবহার করে ডিসকাউন্টে কোর্সগুলোতে এনরোল করতে পারবেন।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL