২৫-নভেম্বর-২০২৪
২৫-নভেম্বর-২০২৪
Logo
সিলেট

টাংগুয়ায় সাঁড়াশি অভিযানে ১৫লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০২-০৯ ১৭:০০:৫৬
...

তাহিরপুর (সুনামগঞ্জ) :

সুনামগঞ্জের টাংগুয়ার হাওরের সংরক্ষিত এলাকার জীববৈচিত্র্য, মা মাছের অভয়ারণ্য খ্যাত প্রতিবেশগত রক্ষায়,,অবৈধ মৎস্য নিধন ও হাওর এলাকায় গরু, মহিষ ও হাঁসের খামার বিচরণ রুখতে, সাবেক মন্ত্রী পরিষদের সচিব ও ইসাবেলা ফাউন্ডেশন এর চেয়ারম্যান কবির বিন আনোয়ার এর পরামর্শে, সুনামগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশে,সাঁড়াশি অভিযান চালিয়েছেন,অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল।

গত ৫ ফেব্রুয়ারি সকাল থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত এ অভিযান চালানো হয়।অভিযানের সময় টাঙ্গুয়ার হাওরের মাছ ও পাখির অভয়াশ্রমসহ বিভিন্ন বিল হতে ৯শত পিস সরকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।স্থানীয়দের মতে যার বর্তমান মূল্য ১৫লক্ষাধিক টাকা।এছাড়াও হাওর হতে প্রায় ২লক্ষাধিক টাকার মশারি নেট জালসহ বিভিন্ন অবৈধ সরঞ্জাম জব্দ করে।জব্দকৃত চায়না দুয়ারি জাল ও অন্যান্য অবৈধ সরঞ্জাম টাঙ্গুয়ার ওয়াচ-টাওয়ার সংলগ্ন নদীর পাড়ে জনসম্মুখে আগুনে পুড়ে ধ্বংস করা হয়।

এব্যাপারে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল বলেন, টাংগুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষা, ও মা মাছ প্রজন্ম বিস্তারে কোন ধরনের অসুবিধা যাতে সৃষ্টি না হয়। ও অতিথি পাখিরা মুক্ত বিহঙ্গে বিচরণ করতে পারে। তার জন্য জেলা প্রশাসনের উদ্যোগে, এ অভিযান চলমান থাকবে।