২৩-নভেম্বর-২০২৪
২৩-নভেম্বর-২০২৪
Logo
সিলেট

তাহিরপুরে চোরাই পথে আসা ভারতীয় পেঁয়াজসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০২-১১ ১১:৩৬:৫১
...

তাহিরপুর (সুনামগঞ্জ) :

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত অতিক্রম করে, চোরাই পথে আসা ভারতীয় ১২০ বস্থা পেঁয়াজসহ দুইজনকে গ্রেফতার করেছে তাহিরপুর থানা পুলিশ। এসময় একটি পরিবহন কারী পিক-আপ আটক করা হয়।
শনিবার (১০ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টার সময় উপজেলার বাদাঘাট -তাহিরপুর সড়কের মধ্যে হাসপাতালের উত্তরের স্থান থেকে পণ্যসামগ্রীসহ ২জন কে গ্রেফতার করেছে পুলিশ।

আটক কৃত ভারতীয় ১২০বস্তা পেঁয়াজের বাজার মূল ৪লক্ষ ৮হাজার টাকা, ১টি পরিবহন পিক আপ এর আনুমানিক মূল ৮লক্ষ, সব মিলিয়ে মোট ১২লক্ষ ৮হাজার।

পুলিশ ও বিশ্বস্ত তথ্য মতে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাহিরপুর থানার পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে, চোরাই পথে আসা ভারতীয় পেঁয়াজ,ও পরিবহন পিক-আপসহ চোরাই কারবারি সাহিবুর রহমান ও ড্রাইভার বাবুলকে আটক করতে সক্ষম হয়েছেন। এ অভিযানে, এসআই মৃণাল কান্তি ও এসআই মোফাজ্জলের যৌথ নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ১২০ বস্থা ভারতীয় পেঁয়াজ, ১টি পিকআপসহ ২ জন চোরাকারবারিকে গ্রেফতার করেন।

আটককৃতরা হলেন, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সাহিবুর রহমন ও ড্রাইভার বাবুল মিয়া। তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দীন এ-র সততা নিশ্চিত করেন।