২১-নভেম্বর-২০২৪
২১-নভেম্বর-২০২৪
Logo
সিলেট

দোয়ারাবাজারের সবকটি রাস্তার বেহাল দশা কাজ হচ্ছেনা ১০ বছর যাবত

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০২-২৬ ১৭:১৬:৪৮
...

সুনামগঞ্জ :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বিয়ানীবাজার মঙ্গলপুর বাজার শ্রীপুর বাজার এলাকার রাস্তার বেহাল দশা। ১০ বছর যাবত রাস্তাটির কোন কাজ হচ্ছেনা। বলেছেন পথচারীরা। মঙ্গলবার বিকেলে উপজেলার বিয়ানী বাজার থেকে মজুর বাজার, মঙ্গলপুর বাজার, শ্রীপুর বাজার বড়কাপন রাস্তাটি ১৫ কিলোমিটার দূরের রাস্তা।

প্রতিনিয়ত ছাতক দোয়ারাবাজার সুনামগঞ্জ থেকে হাজারো মানুষের চলাচলের একটি মাত্র রাস্তা।পথচারীরা বলছেন রাস্তা থেকে প্রায়ই ঘটেছে দূর্ঘটনা, গর্ভবতী মহিলাদের প্রসব ব্যথা শুরু হইলে মেডিকেল যাওয়ার পথে রাস্তায় ডেলিভারির কাজ স¤পূর্ণ হয়ে যায়। সি.এনজি অটোরিকশা চালক যাত্রীদের দাবী রাস্তার বেহাল অবস্থা এরকম রাস্তায় চলাচল করতে কি পরিমান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমরা ভাষা খুঁজে পাচ্ছিনা।

দোয়ারাবাজার প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সাংবাদিক আবু সালেহ মোঃ আলা উদ্দিন বলেন এই রাস্তাটি ব্যবহার অনুপযোগী হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তির শেষ নাই। ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি"র'নিকট রাস্তার দুর্দশা থেকে সংস্কারের জোর দাবি জানিয়েছেন। এল জি ই ডি.র'উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল হামিদ বলেন ১৫ ১৫ কিলোমিটার রাস্তার কাজে কন্টাকটার নিয়োগ করা হয়েছে অচিরেই রাস্তার কার্যক্রম শুরু করা হবে এবং এলাকার মানুষের দুর্দশা থেকে রক্ষা পাবেন।