২১-নভেম্বর-২০২৪
২১-নভেম্বর-২০২৪
Logo
সিলেট

ধর্মপাশায় সামাজিক জবাবদিহিতা বাস্তবায়ন, মা ও শিশু স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়ন বিষয়ক সভা

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০২-১৪ ১৭:১৯:৪৪
...

ধর্মপাশা ও মধ্যনগর (সুনামগঞ্জ) :
সুনামগঞ্জের ধর্মপাশায় সামাজিক জবাবদিহিতা বাস্তবায়নের মাধ্যমে মা ও শিশু স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ও বুধবার দু'দিনব্যাপী শিশু স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়ন বিষয়ক সভাটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত হয়। এর আয়োজন করেন মা ও শিশু স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রকল্প, ধর্মপাশা এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

এতে অংশ নেয় স্বাস্থ্যসেবা প্রদানকারী কর্মকর্তা, স্বাস্থ্য সহকারী,সিএইচসিপি,ফ্যামেলি ওয়েলফেয়ার এসিস্ট্যান্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সামাজিক জবাবদিহিতা বাস্তবায়ন, মা ও শিশু স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়ন বিষয়ে বিস্তর আলোচনা করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মোসতানশির বিল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন, ডাঃ রাজেশ সিংহ মিথুন, ধর্মপাশা এপি ম্যানেজার সাগর জন কস্তা,
স্বাস্থ্য পরিদর্শক মো.আব্দুল আজিজ, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মুজাহিদ মিয়া, মা ও শিশু স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রকল্প কর্মকর্তা সুব্রত চাকমা, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ প্রমূখ।