নিজস্ব প্রতিনিধি
আব্দুল হান্নান, সিলেট:
মন্ত্রীর প্রথম সফর কে ঘিরে সিলেটে স্বাস্থ্য বিভাগে তোলপাড় চলছে। সিলেটে সফরের আগে সারাদেশসহ বিভিন্ন স্থানে একাধিক হাসপাতাল, ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার বন্ধের খবরে নড়েচড়ে বসেছে সিলেটের হাসপাতাল পাড়া। বিভাগীয় স্বাস্থ্য দপ্তর সিভিল সার্জন সহ অন্যান্য সংস্থায় ভিজিট আতঙ্ক বিরাজ করছে।
গত এক মার্চ সিলেট বিভাগের ৮ টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্স না থাকায় বন্দ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। আর এসব অভিযানের পর মুহুর্তে স্বাস্থ্য মন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন এর সিলেট সফর ডাক্তার পাড়ায় আতঙ্ক বাড়িয়েছে।
জেলা প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্ব অনুযায়ী আজ (৫ মার্চ স্বাস্থ্য মন্ত্রীর সিলেট সফরের কথা। নির্ধারিত সফর সূচি ছাড়াও আকর্ষিক ভাবে সিলেটে যে কোন হাসপাতাল বা ক্লিনিক ভিজিটের সম্ভাবনা রয়েছে।।এমন গুঞ্জনে বিভিন্ন স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কতৃপক্ষের নানাবিধ তৎপরতা চোখে পড়ছে।
বিশেষ করে গত কয়েকদিনে সিলেটের হাসপাতাল গুলোতে ঘটে যাওয়া রোগী মৃত্যুর একাধিক ঘটনা আপোষে মিটমাট করে ফেলেছেন সংশ্লিষ্টরা। সিলেটের অভিজাত হাসপাতাল খ্যাত মাউন্ট এডোরা হাসপাতালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্তর শাহেদ আহমদের মৃত্যুর ঘটনায় ভুল শিকার করে ক্ষতি পূরণ দেয়া হয়েছে পরিবার কে। অনুরূপ গত ১ মার্চ রাতে সিলেটের মিরবক্সটুলার ডেল্টা হাসপাতালে সাদিকা আক্তার নামনি প্রসৃতির মৃত্যুর ঘটনা ও টাকা দিয়ে মিটমাট করা হয়েছে। নিহতের পরিবারকে ৪ লাখ টাকা দিয়ে গত সোমবার বিষয়টি আপোষ রফায় পৌঁছে।
দুটি ঘটনা আপোষ রফায় পৌঁছলেও সিলেটের বৈধ অবৈধ হাসপাতাল গুলোতে রোগী মৃত্যুর ঘটনায় এযাবৎ ক্ষতি পূরণ প্রদানের এমন কোন নজির দেখা যায় নি। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন মূলত স্বাস্থ্য
মন্ত্রীর আগমনের পূর্ব মুহুর্ত ঘটে যাওয়া দুটি আলোচনা যাতে বড় কোন ইস্যু তে রুপ না নেয় কিংবা স্বাস্থ্য মন্ত্রীর নজরে না পড়ে সে জন্যই ক্ষতিগ্রস্তদের কে ক্ষতি পূরন দিয়ে সান্ত্ব রাখা হয়েছে।
সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত জানান, স্বাস্থ্য মন্ত্রী মূলত সিলেটর পুরো স্বাস্থ্য ব্যবস্থার খোঁজ নিতেই আসছেন। প্রথমদিনে সিলেটের স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট দের সংগে বৈঠকে বসবেন। পরের দিন এমএজি ওসমানী হাসপাতালে যাবেন এবং সেখানেও মতবিনিময় করবেন।
এছাড়া তিনি বলেন, সিলেটে অবৈধ হাসপাতাল গুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন অব্যাহত রয়েছে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL