০৪-ডিসেম্বর-২০২৪
০৪-ডিসেম্বর-২০২৪
Logo
সিলেট

সিলেটে পৃথক অভিযানে ইয়াবাসহ উদ্ধার, আটক ৮

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০২-১৪ ১৫:৫৪:৪১
...

সিলেট ব্যুরো :
সিলেটে পৃথক অভিযান চালিয়ে ৫৭৬০ পিস ইয়াবাসহ ৮ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ও বিকেল সাড়ে ৩টায় সিলেটের বিয়ানীবাজার এবং সুনামগঞ্জের ছাতক এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল জানান, মঙলবার বেলা সাড়ে ১১টায় র‍্যাব-৯, সিলেট এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিয়ানীবাজার থেকে ২০১০ পিস ইয়াবাসহ পেশাদার ২ মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটক দুজন হলো, হবিগঞ্জের আছিম মিয়ার ছেলে মো. মুরাদ মিয়া (২৩) ও কাজন মিয়ার ছেলে শাকিল আহমেদ জয় (২৫)।

বিকেল সাড়ে ৩টায় দিনের অপর অভিযানে ছাতক থেকে ৩৭৫০ পিস ইয়াবা উদ্ধারসহ ৬ পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটক মাদক ব্যবসায়ীরা হলো, ছাতক উপজেলার মৃত মরম আলীর ছেলে রাকিব মিয়া (৩২), নারায়ন দাশের ছেলে সূচক দাশ (২৭)। হবিগঞ্জের আব্দুস সহিদের ছেলে কাবিল হোসেন (২৪), আবুল কাশেমের ছেলে মোফাজ্জল আহমেদ (২১), নুরুল ইসলামের ছেলে মো. ইব্রাহিম এবং জিলাদ মিয়ার ছেলে জুবেল মিয়া (২৩)।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট
ধারায় মামলা দায়েরপূর্বক সংশিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল।