আব্দুল হান্নান, সিলেট :
সিলেট নগরের একটি বৃহৎ সড়ক সম্প্রসারণের কাজ আটকে আছে দেড় বছর ধরে। এলাকা থেকে ঠিকাদার তাঁর মালামালসহ সটকে পড়েছেন। সিটি কর্পোরেশনের লোকজনও আর খবর নিচ্ছেন না। ফলে সড়কটি সম্প্রসারণের কাজ আটকে আছে। আর এতে করে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। সিলেট সিটি কর্পোরেশন এর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অন্তর্ভূক্ত কুয়ারপার পয়েন্ট থেকে লালাদীঘিরপার পর্যন্ত রাস্তা উন্নয়ন প্রকল্পে ঘটছে এমন ঘটনা।
সরেজমিনে জানা গেছে, প্রায় দেড় কোটি টাকার অধিক মুল্যের এ প্রকল্পটির কাজ শুরুর কথা ছিলো ২০২১ সালের ১০ নভেম্বর। ৫ অক্টোবর পররাষ্ট্রমন্ত্রী ড. এক আব্দুল মোমেন এ প্রকল্পের উদ্বোধন করেন। প্রকল্পের মেয়াদ শেষের তারিখ ছিলো পরের বছর অর্থাৎ ২০২২ সালের ৩০ জুন। এ কাজের মেয়াদ ছিলো ৯ মাস। বরাদ্দ ছিলো ১ কোটি ৬১ লক্ষ ৪৪ হাজার ৪’শ ৭৩ টাকা। মেয়াদ পার হয়েছে,তহবিলের টাকাও খরচ হয়েছে কিন্ত প্রকল্পের কাজ শেষ হয়নি। এরই মধ্যে নিজের মালামাল সরিয়ে নিয়েছেন ঠিকাদার। সিসিকের কাউন্সিলর আর প্রকৌশলীরাও এলাকায় যাচ্ছেন না।
উদ্বোধনের পর এক সপ্তাহের মাথায় কাজ বন্ধ হয়ে পড়ে। ফলে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলকের প্রচেষ্টায় আবার কাজ শূরু হয়। এরপর থেমে থেমে বিভিন্ন সময়ে কাজ কিছুদূর এগোয়। গত প্রায় দেড় বছর থেকে একবারেই বন্ধ এ প্রকল্পের কাজ।
সরেজমিনে এ রাস্তার কাজ দেখতে গিয়ে দেখা যায়, কুয়ারপার পয়েন্ট থেকে বেশ কিছু অংশ কাজ হয়েছে প্রসস্তকরণের। মাঝে মাঝে কিছু অংশ এখনও হয়নি। পুরো রাস্তা পাকাকরণের আগে ড্রেনের সংস্কার, সম্প্রসারণ করার কথা। এরপর রাস্তা পাকাকরণ হবে বলে জানান স্থানীয় এলাকাবাসী।
খোঁজ গিয়ে জানা গেছে, এ সড়কের কাজ, রাস্তা প্রসস্তকরণ কাজ করতে গিয়ে বার বার বাধার সম্মুখিন হচ্ছেন ঠিকাদার। রাস্তার পাশে থাকা দুই পক্ষগুলোকে সন্তুষ্ট রেখেই এ কাজ করতে হচ্ছে। আবার কেউ কেউ প্রভাব খাটিয়ে নিজেদের রক্ষার চেষ্টা করছেন।
এ বিষয়ে এ প্রকল্পের তদারককারী কর্মকর্তা সিসিকের উপ সহকারী প্রকৌশলী পিন্টু রায়ের কাছে জানতে জাইলে তিনি বলেন, কাজ বন্ধ নয়। টুকটাক কাজ চলছে। এ বিষয়ে এর বেশী আমি কিছু বলতে পারব না।
সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আকবর এ প্রসঙ্গে দিন পরিবর্তন’কে জানান, কাজ কিছু হয়েছে। এলাকার কিছু ব্যক্তি রাস্তা সম্প্রসারণে বাধা দিচ্ছেন। এ কারণে ঠিকাদার কাজ বন্ধ রেখেছেন। আমরা চেষ্টা করছি যত দ্রুতসম্ভব কাজ শুরু হবে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL