০৩-ডিসেম্বর-২০২৪
০৩-ডিসেম্বর-২০২৪
Logo
সিলেট

হবিগঞ্জে প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০২-১৪ ১৭:২৩:২২
...

সিলেট ব্যুরো:
হবিগঞ্জের মাধবপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কটূক্তি’ করে বক্তব্য দেওয়ার অভিযোগে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে জেলার মাধবপুর উপজেলার ছাতিয়ান ইউপি চেয়ারম্যান মো. মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল মঙ্গলবার সকালে মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান মো. মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘কটূক্তি’ করে বক্তব্য দেন।

এর আগে বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ প্রাঙ্গণে জেলা প্রশাসক জিলুফা সুলতানার সাথে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সুশীল সমাজ, সাংবাদিক ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন নেতৃবৃন্দ।

সভায় অন্যান্যদের সাথে বক্তব্য দেন জেলা বিএনপি নেতা ও স্থানীয় ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ। এ সময় তিনি মাদকের কুফল নিয়ে বক্তব্য রাখেন।

বক্তব্যের এক পর্যায়ে ইউপি চেয়ারম্যান মো. মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ বলেন, ‘মাদকের মাধ্যমে বহুলোক টাকাওয়ালা হয়েছে। আমরা তাদেরকে শক্ত করে না ধরে ফসকা গেরো দিলাম। জেলা প্রশাসনসহ আমরা মাদকের বিরুদ্ধে সংগ্রাম করলাম আর সরকার বাগানসহ বিভিন্ন স্থানে মদের পাট্টার লাইসেন্স দিয়ে দিল। মাদককে নির্মূল করতে হলে নিষিদ্ধ করতে হবে। আমাদের দেখতে হবে এটার উৎপাদন হয় কোথায়, কীভাবে বাজারজাত হয়। এই মাদকের ফ্যাক্টরির মালিক কারা?

এক পর্যায়ে তিনি প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’ করে বলেন, ‘স্বামীর বাড়ি থেকে যে মাদক দেশে আসতেছে আমরাতো সেটা ফলো করি না’।এ সময় সাথে সাথে আওয়ামী লীগ নেতৃবৃন্দরা প্রতিবাদ করেন। এ সময় আওয়ামী লীগ নেতারা চেয়ারম্যান কাসেদ চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন, ‘স্বামীর বাড়ি বলতে আপনি কী বুঝাতে চেয়েছেন। আপনেতো প্রধানমন্ত্রীকে কটূক্তি করছেন। এতে প্রধানমন্ত্রীকে অসম্মান করা হচ্ছে। এক পর্যায়ে সভায় হট্টগোল সৃষ্টি হয়। এরপর উপজেলা পরিষদে হট্টগোলের একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ভাইরাল হয়। পরে সন্ধ্যায় উপজেলা পরিষদ থেকে মাধবপুর থানার একদল পুলিশ চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরীকে আটক করে।

এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রী কটূক্তি করার অভিযোগে ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে’।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল জানান, চেয়ারম্যানের বক্তব্য সভায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। এক পর্যায়ে হট্টগোল সৃষ্টি হয়। সবাইকে অনুরোধ করার পর তারা শান্ত হন’।

উল্লেখ, গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ হবিগঞ্জ জেলা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।