নিজস্ব প্রতিনিধি
শামছুল আলম আখঞ্জী, তাহিরপুর (সুনামগঞ্জ)
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত ঘেঁষা, জন পল্লীতে স্থানীয় সর্বজনের প্রাণপণ চেষ্টায়, তীল তীল করে গড়ে ওঠা "আলোর বাতিঘর,,
হাওর বাংলা টেকনিক্যাল ইনস্টিটিউট ও প্রি-ক্যাডেট স্কুলে নবীন বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক, নবীন বরণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, শিক্ষা মূলক বক্তব্য অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে বিদায়ীন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) বিকালে উপজেলার শ্রীপুর ইউনিয়নের চারাগাওঁ
হাওর বাংলা টেকনিক্যাল ইনস্টিটিউট ও প্রি-ক্যাডেট স্কুল মাঠে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে
হাসান আলী মেম্বার এর সভাপতিত্বে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান জাবেদ আহমেদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভাটি বাংলার কৃতিমান পুরুষ,কর্মী বান্ধব নেতা, সুনামগঞ্জ এক আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এড রঞ্জিত চন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলী মুর্তজা, সাধারণ সম্পাদক অমল কর, উক্ত প্রতিষ্ঠানের জাবেদ আহমেদ।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি রঞ্জিত সরকার (এমপি) বলেন, বিদ্যালয় থেকে কেউ কখনো বিদায় নেয় না, নানা কারণেএ বিদ্যালয়ের সংঙ্গে সংযোগ থেকেই যাবে। আমি তোমাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করি। তোমরা এগিয়ে যাও,উচ্চ শিক্ষা গ্রহণ করে, দেশের কল্যানে,মানবতার কল্যানে কাজ করে, এই প্রতিষ্ঠানের সুনাম অর্জন করবে আমার বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানঁ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলকাছ উদ্দিন খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একলাছুর রহমান, আলমগীর হোসেন খোকন, উপজেলার শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা আঃ আউয়াল, ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ খায়রুল ইসলাম, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আমির উদ্দিন, উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম চানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন দিপক।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের দাতা সদস্য, শিক্ষক- শিক্ষিকা,শিক্ষার্থী,অভিভাবক বৃন্দ গণ স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ প্রমুখ।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL