চট্টগ্রাম দক্ষিণ :
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে পদুয়া রেঞ্জের অধীনে বাজালিয়া বড়দুয়ারা বিট স্টেশনের নূরানী মাদ্রাসা এলাকা হতে স্তুপ করে রাখা বিবিধ প্রজাতির অবৈধ গোল কাঠ জব্দ করেছে পদুয়া বনবিভাগ।
১৭ই ফেব্রুয়ারি শনিবার বিকেলে পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদের নেতৃত্বে পদুয়া স্টেশন কর্মকর্তা রাকিব হোসেন রাজু, ডলুবিট কর্মকর্তা আশরাফুল ইসলাম, বড়দুয়ারা বিট কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, বনবিভাগের কর্মী ও সাতকানিয়া থানা পুলিশের টিমের উপস্থিতিতে এ অভিযান চালানো হয়।
পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ বলেন, চট্টগ্রাম দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে পদুয়া রেঞ্জাধীন বড়দুয়ারা বিট কাম চেক স্টেশনের নূরানী মাদ্রাসা এলাকা হতে স্তুপ করে রাখা বিবিধ প্রজাতির অবৈধ গোল কাঠ জব্দ করা হয়৷ জব্দকৃত কাঠগুলো বনবিভাগের হেফাজতে রয়েছে এবং গোলকাঠ পরিমাপ করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL