• ঢাকা
  • ০২-অক্টোবর-২০২৩
img

তাপসী পান্নুর বাড়িতে আয়কর কর্মকর্তাদের হানা

দিন পরিবর্তন ডেস্ক প্রকাশিত : ২০২১-০৩-০৩ ১৭:৪৫:১৬
photo

বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর বাড়িতে হঠাৎই হানা দিলেন আয়কর দপ্তরের কর্মকর্তারা। আজ মুম্বইয়ে তাপসী ও পরিচালক অনুরাগের বাড়িতে গিয়ে তল্লাশি চালানো হয় বলেই জানা গিয়েছে। তাপসী পান্নুর পাশাপাশি পরিচালক বিকাশ বেহল ও মধু বর্মা মন্টেনার বাড়িতেও ঢুঁ মারেন কর্মকর্তারা। ছবির প্রযোজনা ও বাংলা, হিন্দি, তেলুগু ভাষায় ছবির ডিসট্রিবিউশনের দায়িত্বে রয়েছেন মধু। ২০০৮ সালে আমির খানের সুপারহিট ছবি ‘গজনী’র সহ-প্রযোজকও ছিলেন মধু বর্মা মন্টেনা। এছাড়াও তার আরও একটি পরিচয় রয়েছে। অভিনেত্রী নীনা গুপ্তার মেয়ে মাসাবার স্বামী ছিলেন মন্টেনা। হঠাৎই এই সব হাই প্রোফাইল তারকার বাড়িতে আয়কর অফিসারদের হানায় ছড়িয়েছে চাঞ্চল্য।

মুম্বইয়ের পাশাপাশি পুণের বিভিন্ন এলাকাতেও তল্লাশি চালাচ্ছে আয়কর বিভাগ। উল্লেখ্য, সম্প্রতি ধর্ষণ সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতা করতে শোনা গিয়েছিল অভিনেত্রী তাপসীকে।

© দিন পরিবর্তন

ভারপ্রাপ্ত সম্পাদক: মুস্তাফা কালিমুল্লাহ আল মামুন, প্রকাশক: বাংলাদেশ নিউজ এ্যান্ড এন্টারটেইনমেন্ট লিমিটেড এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং হাউজ, ১ আর.কে.মিশন রোড, ঢাকা হতে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: প্লট নং-৩১৪/এ, রোড-১৮, বক্ল-ই, বসুন্ধরা আ/এ, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ৫৫০৩৬৪৫৬-৭, ৫৫০৩৬৪৫৮ সার্কুলেশন: ০১৮৪৭-৪২১১৫২ বিজ্ঞাপন : ০১৮৪৭-০৯১১৩১, ০১৮৪৭-৪২১১৫৩, ০১৭৩০-৭৯৩৪৭৮।

Email: dinparibarton@gmail.com, Advertisement: dpadvt2021@gmail.com