ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নির্মাতা, চিত্রনাট্যকার এবং আর্ট হাউজ সিনেমার বিশিষ্ট ব্যক্তি কুমার সাহানি মারা গেছেন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কলকাতায় মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
টাইমস অব ইন্ডিয়ার খবর, দীর্ঘ ছয় দশকের ক্যারিয়ারে ‘মায়া দর্পণ’, ‘তরঙ্গ’ ‘কসবা’ ও ‘খেয়াল গাথা’র মতো বিখ্যাত সিনেমা নির্মাণ করে খ্যাতি লাভ করেছেন কুমার সাহানি।নির্মল ভার্মার একটি গল্প অবলম্বনে ‘মায়া দর্পণ’ সিনেমাটি নির্মাণের জন্য হিন্দিতে শ্রেষ্ঠ ফিচার ফিল্মের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এ নির্মাতা। তিনি নির্মাতা হিসেবে পাওলো পাসোরিনি ও আন্দ্রেই তারকোভস্কির প্রভাব ধারণ করেছিলেন নিজ সিনেমায়।
এ নির্মাতা পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এফটিআইআই) থেকে পড়ালেখা করেছেন। পরবর্বীতে ফ্রান্সে চলে যান। সেখানে খ্যাতিমান বাঙালি নির্মাতা ঋত্বিক ঘটন ও রবার্ট ব্রেসনের ছাত্র ছিলেন।
১৯৪০ সালের ৭ ডিসেম্বর অবিভক্ত ভারতের সিন্ধু প্রদেশের লারকানায় জন্ম বিখ্যাত চিত্রনাট্যকার কুমার সাহানির।
dp-asif
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL