শখের শিকারি বকের ধ্যানে
ছবি ও লেখা : মোবারক হোসেন
মাছ ধরা এক অদ্ভুত নেশা। কোনো কর্মজীবী মানুষের অবসর সময়ে মাছ শিকার এক লুকায়িত বাসনা। অন্যমাত্রার শখ। মাছ শিকারের সুখানুভূতি, মাছ পাওয়া আনন্দের ব্যাপ্তি- কখনো কখনো চিত্তের ভেতরে অজানা আলোড়ন তোলে। এ এক ভিন্ন রকম ভালো লাগা।
রাজধানীর মুগদার কাছাকাছি মানিকনগর এলাকা। সিটি করপোরেশনের এক বিরাট জলাধারে বৃহত্তর পরিসরে মাছ চাষ করা হয়। বাণিজ্যিক এই মাছ চাষের আঁধারে নগরের মাছ শিকারিদের আহ্বান করা হয় মাছ শিকারে। এখানেই মাঝে মধ্যে ধ্যানমগ্ন বকের চাহনি নিয়ে সকাল-সন্ধ্যা অপেক্ষার প্রহর গুনেন মাছ শিকারিরা। তখন সময়ের প্রবাহে ভিন্ন গতি ঢেউ খেলে যায় তাদের মনের গহিনে।
মাছ শিকারে প্রয়োজন হয় নানা সরঞ্জাম। হুইল ছিপ, বঁড়শি, সুতা, পানি থেকে মাছ তোলার জাল, শিকার করা মাছ সংরক্ষণের জাল, মাছের খাবার, ছোট আকারের চেয়ারসহ নানা সামগ্রী।
এসব সরঞ্জামের দাম একেক রকম। একটি চেয়ারের দাম আড়াই হাজার, হুইল ছিপের দাম ৩৫ হাজার, মাছের খাবারের দাম চার হাজার টাকা। এভাবে নানা খরচের প্রবাহ সংযুক্ত হয় শখের ডালায়। শিকারির শখকে গচ্ছিত আকারে বয়ে নিয়ে আসে আপন আঙিনায়।
শিকারে বসে পুকুর কর্তৃপক্ষকে দিতে হয় ছিপপ্রতি দুই হাজার টাকা। তিন ছিপের শিকারিকে দিতে হয় ৬ হাজার টাকা। এর আগে এই জায়গায় মাছ শিকারে জনপ্রতি দিতে হয়েছে সাড়ে ১৫ হাজার টাকা। অনেকের শিকার করা মাছে এই টাকা উঠে আসে না। তবুও শখের বসে মাছ শিকারিরা ব্যয় করে যান মোটা অঙ্কের টাকা। থেমে নেই মাছ শিকারিদের অবিরাম যাত্রা।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL